procounsel

Oct 01

2025
  • by Black & White Law House

যানবাহনে মূসক রেয়াত কখন ‘না’, কখন ‘হ্যাঁ’ — সহজ গাইড (ধারা ৪৬)

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উপকরণ কর রেয়াত। উপকরণ কর রেয়াতের প্রসঙ্গ আসলে আমাদের মধ্যে অনেকেরই যানবাহন, যানবাহনের খুচরা যন্ত্রাংশ, যানবাহন মেরামত ও রক্ষণাবেক্ষণ এর উপরে পরিশোধিত উপকরণ কর রেয়াত পাওয়া যাবে কিনা তা নিয়ে জটিলতার সম্মুখীন হতে দেখা যায়। এ প্রসঙ্গে আমাদের সর্বপ্রথম জানা উচিত উপকরণ কি, উপকরণ কর কি এবং উপকরণ কর রেয়াত কি।

মূসক ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ২(১৮ক) মোতাবেক উপকরণ অর্থ সকল প্রকার কাঁচামাল, ল্যাবরেটরী রি—এজেন্ট, ল্যাবরেটরী ইকুইপমেন্ট, ল্যাবরেটরী এক্সেসরিজ, জ্বালানি হিসেবে ব্যবহৃত যে কোন পদার্থ, মোড়ক সামগ্রী, সেবা, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ।

ধারা ২(১৯) মোতাবেক উপকরণ কর অর্থ কোন নিবন্ধিত ব্যক্তি কর্তৃক উপকরণ হিসাবে আমদানিকৃত পণ্য বা সেবার বিপরীতে আমদানি পর্যায়ে পরিশোধিত মূল্য সংযোজন কর আগাম কর ব্যতীত এবং স্থানীয় উৎস হইতে উপকরণ হিসেবে ক্রয়কৃত বা সংগৃহীত পণ্য বা সেবার বিপরীতে পরিশোধিত মূল্য সংযোজন কর।

উপকরণ কর রেয়াত হচ্ছে আমদানিকৃত বা স্থানীয় ভাবে সংগৃহীত উপকরণ ক্রয়ের সাথে জড়িত উপকরণ কর দাখিলপত্রের (মূসক-৯.১) মাধ্যমে নির্ধারিত পদ্ধতিতে ফেরত নেয়ার ব্যবস্থা।

মূসক ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৪৬(২)(ক) মোতাবেক যানবাহন, যানবাহনের খুচরা যন্ত্রাংশ, যানবাহন মেরামত ও রক্ষণাবেক্ষণ এর বিপরীতে উপকরণ কর রেয়াত পাওয়া যাবে না। সাধারণত যানবাহন বীমা, যানবাহনের রোড পারমিট, যানবাহনের জ্বালানি ইত্যাদি যানবাহন রক্ষণাবেক্ষণের আওতায় পড়ে। তাই এগুলোর বিপরীতে পূর্বের প্রদত্ত উপকরণ কর রেয়াত নেয়া যাবে না। 

তবে উল্লেখ্য যে, যদি গাড়ির ব্যবসা করা হয় বা যানবাহন কি নিয়ে বিক্রি করা বা যানবাহন ভাড়ায় খাটানো হয় বা যানবাহন ক্রয় করে তা দিয়ে পরিবহন সেবা প্রদান করা হয় এসব ক্ষেত্রে যানবাহন, যানবাহনের খুচরা যন্ত্রাংশ, যানবাহন মেরামত ও রক্ষণাবেক্ষণ এর বিপরীতে রেয়াত পাওয়া যাবে।

উল্লেখ্য যে, ধারা ৪৬(২)(ঘ) মোতাবেক পন্য পরিবহন সেবার ক্ষেত্রে ৮০% উপকরণ মূল্যের বিপরীতে রেয়াত নেয়া যাবে (অর্থ আইন, ২০২০ এর মাধ্যমে এই বিধান করা হয়েছে)। পরিবহন সেবা বলতে কি বুঝায় তা আইনের ১ম তফসিলের ২য় খন্ডের অনুচ্ছেদ ৫—এ বলা আছে। পরিবহন সেবা হচ্ছে নিম্ন বর্ণিত সেবা সমূহ-

শীতাতপ নিয়ন্ত্রিত/ তাপানুকূল বাস সার্ভিস, শীতাতপ নিয়ন্ত্রিত/ তাপানুকূল নৌযান সার্ভিস, শীতাতপ নিয়ন্ত্রিত/ তাপানুকূল রেলওয়ে সার্ভিস, যানবাহন ভাড়া প্রদানকারী, শিপিং এজেন্ট, ফ্রী ফরোয়ার্ডার, পরিবহন ঠিকাদার, কুরিয়ার সার্ভিস, চার্টার্ড হেলিকপ্টার সেবা, চার্টার্ড বিমান সেবা এবং রোগী ও লাশ পরিবহন ব্যতীত এম্বুলেন্স সেবা ইত্যাদি। এই সব পরিবহন সেবা যদি কোন সরবরাহের উপকরণ হয় সেক্ষেত্রে তার বিপরীতে ৮০% উপকরণ কর রেয়ার নেয়া যাবে, তবে সেগুলো ধারা ৪৬(২)(ঘ) অনুসারে পণ্য পরিবহন সেবা হতে হবে। তবে এক্ষেত্রে বিশেষভাবে লক্ষণীয় যে, আইনের ধারা ২(১৮ক) মোতাবেক কোন সেবার রেয়াত গ্রহণের বাধা নিষেধ আছে কিনা। ২(১৮ক)(ঘ) অনুসারে যানবাহন ক্রয়, ভাড়া ও লিজ গ্রহণ এসবের উপরে উপকরণ কর রেয়াত নেয়া যাবে না। যেমন- একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান যানবাহন ক্রয় করেছে বা মেরামত করেছে, গাড়িতে জ্বালানি ব্যবহার করা হয়েছে এসব ক্ষেত্রে উপকরণ কর রেয়াত পাওয়া যাবে না।

back top