procounsel

Jan 05

2025
  • by Black & White Law House

মূসক আইনে চলমান ব্যবসায় প্রতিষ্ঠানের বিক্রয়ে ভ্যাট সাবধানতা এবং ক্রেতার দায়িত্ব

                    মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর ধারা ৩৬ এ শিল্প প্রতিষ্ঠান বিক্রয়ের ক্ষেত্রে একজন নিবন্ধিত ব্যক্তির করনীয় সম্পর্কে আলোকপাত করা হয়েছে। একটি চলমান ব্যবসায় প্রতিষ্ঠানকে বিক্রয় করতে গেলে বেশ কয়েকটি বিষয়ের প্রতি বিশেষ লক্ষ্য রাখতে হবে।

  • প্রথমত, যেই ব্যবসায় প্রতিষ্ঠানটি বিক্রয় করা হচ্ছে তা অবশ্যই বিক্রয়ের পরে চলমান থাকবে কিনা তার প্রতি বিশেষ খেয়াল করতে হবে। যদি ব্যবসায় প্রতিষ্ঠানটি বিক্রয়ের পরে চলমান অবস্থায় থাকে তাহলে মূসক আইনে বর্ণিত ধারা ২ (৯৪) অনুযায়ী সরবরাহের যে আইনি ব্যাখ্যা দেয়া হয়েছে, সেই মোতাবেক এ বিক্রয়টি কোন সরবরাহ হিসেবে বিবেচিত হবে না। তাহলে আমরা সহজভাবে একটা বিষয় বুঝতে পেরেছি যে যদি কোন ব্যবসায় প্রতিষ্ঠানের বিক্রয় কে সরবরাহ হিসেবে বিবেচিত করা না হয় তাহলে উক্ত বিক্রয়ের উপরে কোন মূসক ও প্রযোজ্য হবে না।
  • যদি বিক্রিত ব্যবসায় প্রতিষ্ঠানটি বিক্রয়ের পরে চলমান না থাকে তাহলে এই বিক্রয়ের প্রক্রিয়াকে একটি একক সরবরাহ হিসেবে বিবেচিত করে উক্ত ব্যবসায় প্রতিষ্ঠানের পণ্যের উপর প্রযোজ্য মূসক হারে মূসক পরিশোধ করতে হবে।

  • কোন নিবন্ধিত ব্যক্তি তার চলমান ব্যবসায়ের কোন একটি ইউনিট বা অংশ বিক্রয় করতে পারবেন অথবা মূল ব্যবসায়টি বিক্রয় করে দিয়েও ঐ ব্যবসায়ের কোন একটি ইউনিট বা অংশ আলাদাভাবে পরিচালনা করে যেতে পারবেন।

  • এ ধরনের কোন একটি চলমান ব্যবসায় প্রতিষ্ঠানের বিক্রয়ের জন্য বিক্রেতা যদি কোন সেবা গ্রহণ করেন তাহলে শুধুমাত্র চলমান ব্যবসায় বিক্রির সাথে জড়িত উপকরণের উপর পরিশোধিত মূসক আইনের ধারা ৩৬ (৪) মোতাবেক রেয়াত গ্রহণ করার এখতিয়ার রাখেন।

                    সাধারণত কোন একটি ব্যবসায় প্রতিষ্ঠান চলমান থাকাকালীন সময়ে স্বাভাবিকভাবেই নানাবিধ শুল্ক-করাদি বকেয়া থাকতে পারে। তাই ব্যবসায় প্রতিষ্ঠানটির বিক্রেতাকে উক্ত ব্যবসায় বিক্রয়ের পূর্বে ওই ব্যবসায়ের পূর্বের প্রদেয় সকল মূসক পরিশোধ করতে হবে। তবে এক্ষেত্রে যদি উক্ত বিক্রিত প্রতিষ্ঠানটির বর্তমান ক্রেতা প্রদেয় সকল কর এবং বকেয়ার বিপরীতে ব্যাংক গ্যারান্টি দাখিল করেন সে ক্ষেত্রে মাননীয় কমিশনার মহোদয় ওই প্রতিষ্ঠানটির বিক্রি বা হস্তান্তর মঞ্জুর করতে পারেন। এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে যদি কোন চলমান ব্যবসায় প্রতিষ্ঠান হস্তান্তর করা হয় সেক্ষেত্রে নতুন ক্রেতা ওই প্রতিষ্ঠানের পূর্বের যাবতীয় সকল প্রদেয় কর পরিশোধের ব্যাপারে দায়ী থাকবেন।

                    সুতরাং একজন ক্রেতা কোন চলমান ব্যবসায় প্রতিষ্ঠান ক্রয়ের পূর্বে অবশ্যই অত্যন্ত সতর্কতার সাথে উক্ত ব্যবসায় প্রতিষ্ঠানের পূর্বের যাবতীয় সকল প্রদেয় করাদি সঠিকভাবে হিসাব নিকাশ করবেন। যদিও উক্ত ব্যবসায় প্রতিষ্ঠান ক্রয়ের পরে চলমান থাকলে এই ক্রয়ের উপরে কোনরূপ মূসক পরিশোধ করতে হবে না তথাপি প্রতিষ্ঠান ক্রয়ের পূর্বে অবশ্যই অত্যন্ত সতর্কতার সাথে উক্ত ব্যবসায় প্রতিষ্ঠানের পূর্বের যাবতীয় সকল প্রদেয় করাদি সঠিকভাবে হিসাব নিকাশ করবেন অন্যথায় ওই প্রতিষ্ঠানের পূর্বের যাবতীয় সকল প্রদেয় কর পরিশোধের ব্যাপারে নতুন ক্রেতা দায়বদ্ধ থাকবেন।

                     তাই আমাদের পরামর্শ থাকবে, একজন নিবন্ধিত ব্যক্তি যে কোন চলমান ব্যবসায় প্রতিষ্ঠান ক্রয়-বিক্রয়ের পূর্বে একজন অভিজ্ঞ মূসক পরামর্শকের থেকে দিকনির্দেশনা নিয়ে এই ক্রয়-বিক্রয়ের যাবতীয় যাবতীয় কার্যাদি সম্পন করবেন এবং অনাকাঙ্ক্ষিত মূসক জটিলতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে

back top